ডেস্ক রিপোর্ট: পারস্য উপসাগরের নাম বিকৃত করার অভিযোগে গুগলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে ইরানের ন্যাশনাল ভার্চুয়াল স্পেস সেন্টার। বুধবার (২১ মে) এক অনুষ্ঠানে সংস্থাটির আইন ও সংসদ বিষয়ক উপ-প্রধান মোহাম্মদ-সাদেক ফারাহানি এ ঘোষণা দেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ।
মোহাম্মদ-সাদেক ফারাহানি বলেন, ‘দেশের সাইবারস্পেস তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ হিসেবে আমরা ইরানের সাংস্কৃতিক পরিচয় রক্ষা করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাকে আমাদের কর্তব্য বলে মনে করি।’
তিনি বলেন, আমরা আশা করি আইন বিশেষজ্ঞ এবং স্কলারদের সহযোগিতার মাধ্যমে, আমরা গুগলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটি আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে পারব এবং ইরানের প্রতি আমাদের কর্তব্য পালন করতে পারব।
ফারাহানি জোর দিয়ে বলেন, ন্যাশনাল ভার্চুয়াল স্পেস সেন্টার ইরানি জনগণের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
সংস্থাটির এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা এই সমস্যাটি তিনটি উপায়ে সমাধানের পরিকল্পনা করছি: প্রথমত, আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানোর মাধ্যমে; দ্বিতীয়ত, আন্তর্জাতিক আদালত এবং ট্রাইব্যুনালে বিষয়টি অনুসরণ করার মাধ্যমে; এবং অবশেষে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিচার বিভাগের সহযোগিতায় দেশীয় আদালতে অভিযোগ দায়ের করার মাধ্যমে।’

Discussion about this post