Print Date & Time : 20 April 2025 Sunday 4:37 pm

পারমাণবিক আলোচনার জন্য বেইজিংয়ে বৈঠক করবে ইরান-রাশিয়া-চীন

ডেস্ক রিপোর্ট: তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে রাশিয়া ও ইরানের সঙ্গে ত্রিদেশীয় উচ্চ পর্যায়ের আলোচনা আয়োজন করবে চীন।

বুধবার (১২ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, প্রতিনিধিরা ইরানের পারমাণবিক কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করবেন।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, আগামী শুক্রবার (১৪ মার্চ) ত্রিপক্ষীয় এই বৈঠকে থাকবেন চীনের পররাষ্ট্র উপমন্ত্রী মা ঝাওক্সু, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি।

চীন, রাশিয়া এবং ইরানের ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর হয়েছে। এই তিনটি দেশই চলতি সপ্তাহে ‘সিকিউরিটি বেল্ট-২০২৫’ নৌ মহড়া চালায়। গত সকালে চীনা নৌ বহর ইরানের চাবাহার বন্দরের কাছে জলসীমায় পৌঁছে।

চীনে নতুন করে আলোচনাটি এমন সময় ঘটছে, যখন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন।

ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন, তিনি ইরানের নেতার কাছে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। সেখানে পুনোরায় আলোচনার আহ্বান এবং একটি কূটনৈতিক সমাধানের পক্ষে কথা বলা হয়েছে। সেই সঙ্গে সামরিক চাপের হুঁশিয়ারিও দেন তিনি তিনি।