ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা বিমানবন্দরের কাছে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন দেশটির ধর্মীয় নেতা মুফতি আবদুল বাকি নূরজাই। রোববার রাতে তাকে গুলি করে হত্যার পর আততায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এখনও তাদের চিহ্নিত করা যায়নি।
পাকিস্তানের ধর্মীয় রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই) বর্ষীয়ান নেতা মুফতি আবদুল বাকি নূরজাই রোববার রাতে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। এয়ারপোর্ট রোডে প্রকাশ্যেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় আততায়ীরা একাধিক রাউন্ড গুলি চালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোয়েটার পুলিশ।
তারা গুলিবিদ্ধ অবস্থায় আবদুল বাকিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু চিকিৎসা চলাকালীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
বেলুচিস্তান প্রদেশে ট্রেন হাইজ্যাকের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটল।
গত কয়েক দিন ধরে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ বার বার শিরোনামে উঠে এসেছে। এক সপ্তাহ আগে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) ৪৪০ জন যাত্রীসহ জাফর এক্সপ্রেস অপহরণ করে নিয়েছিলেন।সে সময় তাদের হাতে অনেকের প্রাণ গিয়েছে।
এর মাঝেই রোববার ফের হামলা হয় বালোচ প্রদেশে। কোয়েটা থেকে টাফটানের দিকে যাওয়া সেনাবাহিনীর একটি কনভয়ে সন্ত্রাসবাদী হামলায় সাত জনের মৃত্যু হয়েছে। বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে এবং জানিয়েছে, ৯০ জন পাক সেনা হামলায় নিহত হয়েছেন।

Discussion about this post