ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় সকালে সিন্ধুর মোরো শহরের কাছে একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ফলে আর পাঞ্জাবের অ্যাটক জেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে হতাহতের এসব ঘটনা ঘটে।
পাকিস্তানের গণমাধ্যম ডন নিউজ কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, সিন্ধুর নওশাহরু ফিরোজে জেলার মোরো শহরের কাছে এম-৬ মহাসড়কে একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আটজন নিহত ও আরও ১৩ জন আহত হন।
নওশাহরু ফিরোজে জেলার ডিসি আরসালান সালীম জানান, হায়দ্রাবাদের একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় মাইক্রোবাসটি দুর্ঘটনায় পড়ে।
জেলার ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা জানান, নিহতদের মৃতদেহ ও আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা সঙ্কটজনক।
একইদিন স্থানীয় সময় সকাল ৮টার দিকে পাঞ্জাবের অ্যাটকের ফাতেহ জং চৌরাস্তায় দ্রুতগামী একটি বাস উল্টে গিয়ে ১০ জন নিহত ও ২২ জন আহত হন। বাসটি মিনওয়ালি শহর থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তানের মহাসড়কগুলোতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। ট্র্যাফিক আইন না মানা, অতিরিক্ত গতি ও বিপজ্জনক ওভারটেকিংই এসব দুর্ঘটনার মূল কারণ।

Discussion about this post