Print Date & Time : 19 April 2025 Saturday 9:34 am

পাকিস্তানে ট্রেন জিম্মির ঘটনায় সব যাত্রী উদ্ধার

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের বেলুচিস্তানের বোলান জেলার কাছে একটি যাত্রীবাহী ট্রেন জিম্মি করে স্থানীয় বিদ্রোহীরা। প্রায় সাড়ে ৫শ যাত্রীবাহী জাফর এক্সপ্রেস ট্রেন জিম্মির ঘটনায় সব যাত্রীকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

উদ্ধার অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ৩৩ বিদ্রোহী নিহত হয়েছে। সেই সঙ্গে টানা দুদিন ধরে চলা এই উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী জানান, এই অভিযানের ফলে ৩৩ জন বিদ্রোহী নিহত হয়েছে এবং সব জিম্মিকে পর্যায়ক্রমে উদ্ধার করা হয়েছে।

তিনি একটি বেসরকারি সংবাদ চ্যানেলকে বলেন, ১১ মার্চ রাত ১টার দিকে বিদ্রোহীরা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ট্রেনটি লাইনচ্যুত করে। যা সন্ত্রাসবাদের এক নৃশংস ঘটনা। দুঃখজনকভাবে তাদের বর্বরতার কারণে ২১ যাত্রী নিহত হন। নিরাপত্তা বাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে এবং জিম্মিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ দক্ষতা ও সতর্কতার সঙ্গে এটি পরিচালনা করে।

এর আগে মঙ্গলবার ট্রেনটি জিম্মি করে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে প্রায় ১৫৭ কিলোমিটার দূরে বোলান জেলার মাশকাফ টানেলের কাছে ট্রেনটিকে জিম্মি করে তারা।