Print Date & Time : 11 September 2025 Thursday 5:57 pm

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখপাত্র শাফকাত আলী

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রাণলয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সিনিয়র কূটনীতিক শাফকাত আলী খানকে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শাফকাত বর্তমানে ইউরোপের অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে রাশিয়া ও পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। কূটনৈতিক বিষয়ে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাফকাত আলী খানকে পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

২০২২ সালের নভেম্বর থেকে পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমান মুখপাত্র মমতাজ জাহরা বালুচ। পাক গণমাধ্যমের খবর অনুযায়ী, বালুচকে ফ্রান্সে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।