ডেস্ক রিপোর্ট: সিন্ধু নদীর পানিপ্রবাহ রোধে ভারতের সম্ভাব্য পদক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি স্পষ্ট করে বলেছেন, যতই চেষ্টা করুক না কেন, পাকিস্তানের এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না ভারত। এমন উদ্যোগ নিলে পাকিস্তান ‘কঠিন শিক্ষা’ দেবে।
এ বছরের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি। এরপর বহু পুরোনো সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘোষণা দেয় ভারত। ইসলামাবাদ একে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ আখ্যা দিয়ে জানায়, চুক্তি একতরফাভাবে স্থগিতের সুযোগ নেই এবং এটি ১৯৬৯ সালের ভিয়েনা কনভেনশনেরও লঙ্ঘন।
চলতি বছরের জুনে দ্য হেগের স্থায়ী সালিশি আদালত (পিসিএ) রায়ে জানায়, ভারত একতরফাভাবে চুক্তি স্থগিত করতে পারবে না। সোমবার আদালত আবারও স্পষ্ট করে দেয়, পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানি পাকিস্তানের ‘অবাধ ব্যবহারের’ জন্য প্রবাহিত রাখতে হবে। তবে ভারত পিসিএর এখতিয়ার ও রায় মানতে অস্বীকৃতি জানায়।
মঙ্গলবার (১২ আগস্ট) ইসলামাবাদে এক অনুষ্ঠানে শাহবাজ শরীফ বলেন, শত্রুদের আজ বলতে চাই, যদি আমাদের পানি বন্ধের হুমকি দাও, মনে রেখো—পাকিস্তানের এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না।
তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, এমন কিছু করার চেষ্টা করলে তোমাদের এমন শিক্ষা দেওয়া হবে যে, কান ধরে দাঁড়াতে হবে।
এর আগে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘটনাকে ‘সিন্ধু সভ্যতার ওপর আক্রমণ’ হিসেবে উল্লেখ করে বলেন, যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ প্রতিরোধে প্রস্তুত থাকবে।
এছাড়া যুক্তরাষ্ট্র সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরও সতর্ক করেন, ভারত যদি সিন্ধু নদীর পানি বন্ধের চেষ্টা করে, পাকিস্তান তা কোনোভাবেই মেনে নেবে না। প্রয়োজনে বিতর্কিত বাঁধ ধ্বংস করে দেওয়া হবে।

Discussion about this post