Print Date & Time : 21 April 2025 Monday 6:04 am

পশ্চিম তীরে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

ডেস্ক রিপোর্ট: পশ্চিম তীরে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। দেশটির সেনাপ্রধান হারজি এ নির্দেশ দিয়েছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার এক দিন পর সোমবার এই নির্দেশ দেন তিনি।

এক বিবৃতিতে হালেভি বলেছেন, গাজায় প্রতিরক্ষামূলক প্রস্তুতি জোরদারের পাশাপাশি, আগামী দিনে পশ্চিম তীরের (জুদিয়া ও সামারিয়া) বড় ধরনের অভিযান চালানোর জন্য প্রস্তুত থাকতে হবে।

ইসরাইলের লক্ষ্য, ফিলিস্তিনি যোদ্ধাদের আগেভাগে আটকানো ও তাদের দমন করা।

বিবৃতিতে সম্ভাব্য হামলার নির্দিষ্ট স্থানের উল্লেখ করা হয়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত পশ্চিম তীরের উত্তরে এই ধরনের অভিযান বেশি হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রোববার বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র।

যুদ্ধবিরতির ফলে গাজাবাসী তাদের আবাস্থলে আসতে শুরু করেছেন। যুদ্ধবিরতি চুক্তিতে গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের কথা বলা হয়েছে।