Print Date & Time : 21 April 2025 Monday 4:11 am

পশ্চিম তীরে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা, নিহত ৮

ডেস্ক রিপোর্ট: পশ্চিম তীরে ইসরাইলি সামরিক অভিযানে অন্তত ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অনেক। ফিলিস্তিনি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তুলকারমের একটি শরণার্থী শিবিরে অভিযানটি চালানো হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভোরে গোলাগুলিতে ৫৩ বছর বয়সী খাওলা আবদো নিহত হন। ১৮ বছর বয়সি ফাতহি সাঈদ ওদেহ সালেম পেটে ও বুকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। বিকেলে আরও এক ফিলিস্তিনি নারী হামলায় আহত হয়ে মারা যান।

মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি বাহিনীর নতুন গোলাবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে।

বিবিসির এক বিশ্লেষণে দেখা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম তীরে ইসরাইলি অবৈধ চৌকির সংখ্যা দ্রুত বেড়েছে। পশ্চিম তীরজুড়ে বর্তমানে এ ধরনের ১৯৬টি চৌকি আছে। এর মধ্যে গত বছরই গড়ে তোলা হয় ২৯টি, যা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।

বুধবার সকালে ইসরাইলি বাহিনী জানায়, অভিযানের সময় তুলকারমে তাদের একটি যানবাহনে বিস্ফোরণ ঘটলে মেনাশ রিজিওনাল ব্রিগেডের কমান্ডার আহত হন। তবে যানবাহনের অন্য আরোহীরা নিরাপদে ছিলেন।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, কমান্ডারকে মাঝারি আঘাত নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যরা কোনও আঘাত পাননি।

মঙ্গলবার রাতে ইসরাইলি বাহিনী আরও জানায়, তারা নূর শামস শরণার্থী শিবিরে সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।