Print Date & Time : 13 May 2025 Tuesday 3:06 am

‘পরমাণু অস্ত্র নয়, শান্তিই চাই’, বিশ্বকে বার্তা পেজেশকিয়ান

ডেস্ক রিপোর্ট: ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরান কখনো পরমাণু অস্ত্রের দিকে ঝোঁকেনি এবং ভবিষ্যতেও সেই পথ অনুসরণ করবে না। তিনি বলেন, ইরান শান্তি চায়, যুদ্ধ নয়।

রোববার তেহরানে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পেজেশকিয়ান বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অংশ নিচ্ছি। কারণ আমরা শান্তি চাই, সংঘর্ষ নয়’।

তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং এটি কখনোই অঞ্চলটিতে অস্থিতিশীলতা ছড়ানোর উদ্দেশ্যে নয়।

ইরানী প্রেসিডেন্ট বলেন, ‘ইরান কোনোভাবেই এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করতে চায় না’। তার ভাষায়, ‘ইরান কখনো পরমাণু অস্ত্র চায়নি, এখনো চাচ্ছে না এবং ভবিষ্যতেও চাইবে না’।

বর্তমান কূটনৈতিক প্রচেষ্টায় ইরান যে আন্তরিকভাবে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী, সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। তবে, শান্তিপূর্ণ পরমাণু শক্তি উন্নয়নের অধিকার ইরান কখনোই ছাড়বে না বলেও উল্লেখ করেছেন পেজেশকিয়ান।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি চুক্তির জন্য এগোচ্ছি। তবে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকার থেকে আমরা কখনো সরে আসব না।

তার এ বক্তব্য এমন এক সময় এলো, যখন ইরানের পারমাণবিক কার্যক্রম আবারও আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে নজর কাড়ছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের জেসিপিওএ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে।

সম্প্রতি বিষয়টি নিয়ে ওমানের রাজধানী মাসকাটে যুক্তরাষ্ট্রের সঙ্গে চার দফা কৌশলগত আলোচনায়ও বসেছে ইরান। খবর : মেহের নিউজ