Print Date & Time : 21 April 2025 Monday 1:39 pm

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট: নেপালে হেলিকপ্টার বিধ্বস্তে পাইলটসহ সব আরোহী নিহত হয়েছেন। হেলিকপ্টরে চার আরোহী ও এক পাইলট ছিলেন। আরোহী চারজনই চীনা নাগরিক। এয়ার ডাইনেস্টি হেলিকপ্টারটি রাজধানী কাঠমান্ডু থেকে সায়াব্রুবেসির দিকে যাচ্ছিল। জায়গাটি পর্যটকদের কাছে জনপ্রিয় বেশ কয়েকটি ট্র্যাকিং রুটের সূচনা পয়েন্ট বলে পরিচিত। খবর এএফপির।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে বলছে, বুধবার উড্ডয়নের তিন মিনিট পরেই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি রাজধানীর উত্তরে নুওয়াকোট জেলায় বিধ্বস্ত হয়। উদ্ধারের জন্য দুর্ঘটনাস্থলে তাৎক্ষণিক আরেকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

বিমান চলাচলের নিরাপত্তার ক্ষেত্রে নেপালের একটি দুঃখজনক ট্র্যাক রেকর্ড রয়েছে এবং হিমালয় প্রজাতন্ত্র কয়েক দশক ধরে মারাত্মক হালকা বিমান এবং হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা দেখেছে। পুলিশের মুখপাত্র ড্যান বাহাদুর কারকি এএফপিকে বলেছেন, পাইলটসহ আরোহী পাঁচজনের সবাই মারা গেছেন।