ডেস্ক রিপোর্ট: গাজায় আটক থাকা বন্দিদের ফিরিয়ে আনতে চুক্তির জন্য জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের বাইরে বিক্ষোভ করেছেন শত শত মানুষ।
ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, আন্দোলনকারীরা নেতানিয়াহুর কাছে তাদের সন্তানদের মুক্তির জন্য একটি চুক্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
বেশ কয়েকজন বিক্ষোভকারীরকে উদ্ধৃত করেছে পত্রিকাটি, যাদের মধ্যে আইলাত লেভি-শাচার রয়েছেন। তার মেয়ে নামাকে ৭ অক্টোবর গাজায় নিয়ে যাওয়া হয়।
লেভি-শাচার বলেন, আমরা জটিল সময়ে রয়েছি। বন্দি মুক্তি এই আলোচনা অবশ্যই এগিয়ে নিতে হবে। আমরা আরও বড় আকারের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছি। আমরা আমাদের দাবির প্রতি আরও জোর দিচ্ছি।
বন্দি লিরি এলবাগের মা শিরা বলেন, উদ্বেগে আমরা দমবন্ধ হয়ে যাচ্ছি। রাতে কাঁদছি। সন্তানদের দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর পদক্ষেপ চাই।
প্রিন্ট করুন
Discussion about this post