Print Date & Time : 20 April 2025 Sunday 11:46 am

নির্বাচনে অংশ নিতে পারবেন না জুমা

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা এবারের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। দেশটির সর্বোচ্চ আদালত গতকাল সোমবার এ আদেশ দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচন ২৯ মে। এ নির্বাচনে জুমা অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল।

জ্যাকব জুমার সাবেক দল ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) তাঁর নতুন দল এমকে পার্টির নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে নানা চেষ্টা চালিয়ে আসছে। দেশটির নির্বাচনী কর্তৃপক্ষের যুক্তি হচ্ছে, ২০২১ সালে আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার কারণে জুমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয়।