ডেস্ক রিপোর্ট: প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের জেরে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। মঙ্গলবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৭.০ নির্ধারণ করলেও পরে তা ৬.৭-এ হ্রাস করে এবং গভীরতা প্রায় ১০ কিলোমিটার বলে জানায়।
অস্ট্রেলিয়ার জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, মূল ভূখণ্ড, দ্বীপপুঞ্জ বা অঞ্চলগুলোর জন্য কোনও সুনামি হুমকি নেই। এনইএমএ জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সাউথল্যান্ড এবং ফিউরল্যান্ড অঞ্চলের বাসিন্দাদের উপকূল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ ভূমিকম্পের ফলে সমুদ্রের পানির গতিবেগে পরিবর্তন আসতে পারে।
সরকারিভাবে ভূমিকম্প পরিমাপ কেন্দ্র জিওনেট জানিয়েছে, ৪ হাজার ৭০০ জনের বেশি মানুষ ভূমিকম্প অনুভব করেছে। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পে ফলে সৃষ্ট ঝাঁকুনিতে অনেক মালামাল পড়ে গেছে এবং ভবনগুলো দুলছিল।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, কাঁপুনির ফলে বিভিন্ন স্থানে জিনিসপত্র পড়ে গেছে এবং ভবনগুলো দুলতে দেখা গেছে। জিওনেটের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ৩৩ কিলোমিটার গভীরতায় স্নেয়ার্স দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিমে প্রায় ১৬০ কিলোমিটার দূরে সংঘটিত হয়।