Print Date & Time : 21 April 2025 Monday 10:31 pm

নাইজেরিয়ায় বন্যা: কারাগার থেকে পালিয়েছে ২ শতাধিক কয়েদি

ডেস্ক রিপোর্ট: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার পর একটি কারাগার থেকে দুই শতাধিক কয়েদি পালিয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যার পর দেশটির পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

রবিবার নাইজেরিয়া কারা কর্তৃপক্ষ এনসিএসের মুখপাত্র আবুবকর উমর জানান, বন্যার কারণে কারাগারের দেয়াল ভেঙে পড়ায় ২৮১ জন কয়েদি পালিয়ে যায়। তাদের একটি নিরাপদ স্থানে স্থানান্তরের সময় এই ঘটনা ঘটে। এর মধ্যে ৭ জনকে পুনরায় আটক করা সম্ভব হলেও ২৭৪ জন এখনও পলাতক।

স্থানীয় সংবাদমাধ্যমজানিয়েছে, বন্যার তীব্রতায় সান্দা কিয়ারিমি পার্ক চিড়িয়াখানার বিভিন্ন বন্যপ্রাণী, যেমন সিংহ ও সরীসৃপগুলো শহরের আবাসিক এলাকায় ঢুকে পড়েছে।

উমর আরও জানান, মাইদুগুরির মধ্যম নিরাপত্তা কারাগার এবং সংশ্লিষ্ট কর্মীদের বাসস্থানগুলোও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় পলাতক বন্দিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নেমা) জানিয়েছে, বন্যার কারণে বোর্নো রাজ্যে ৩৭ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ৯ সেপ্টেম্বর মাইদুগুরি শহরে একটি বাঁধ ভেঙে যাওয়ার পর শহরের বিভিন্ন অংশ প্লাবিত হয়। সোমবার নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু ওই এলাকা পরিদর্শন করেন।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে, নাইজেরিয়ার প্রায় ৩ কোটি ১৮ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে। বন্যা পরিস্থিতির অবনতির কারণে উত্তর নাইজেরিয়ার অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া, এই বিপর্যয়ের পর সংক্রামক রোগের প্রাদুর্ভাব, বিশেষ করে কলেরা, ম্যালেরিয়া এবং টাইফয়েডের মতো রোগের হুমকি বেড়ে গেছে।