ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মার্কিন পডকাস্টার জো রোগানের পডকাস্টে তিন ঘণ্টার এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারে তিনি ইসরায়েল-হামাস যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা করেন। সেই সঙ্গে তিনি নবী-রসুলদের পূর্বাভাসের উদাহরণ টেনে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের ধ্বংসের বিষয়ে তার বিশ্বাসের কথাও তুলে ধরেন।
সাক্ষাৎকারের একপর্যায়ে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েল-হামাস যুদ্ধ চলাকালে বাইডেনের নেতৃত্বে মার্কিন প্রশাসন ইসরায়েলকে “কিছু না করার” উপদেশ দিয়েছিল, যা তিনি একেবারেই ভুল মনে করেন। ট্রাম্পের মতে, বাইডেনের পরামর্শ মেনে চললে ইসরায়েল আরও খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে পারত।
ট্রাম্প বলেন, “যদি ইসরায়েল বাইডেনের কথা শুনতো, তাহলে এখনও তাদের মাথার ওপর বোমা পড়ার জন্য অপেক্ষা করতে হতো।” তিনি ইসরায়েলের বাইডেনের পরামর্শ উপেক্ষা করার সিদ্ধান্তকে প্রশংসা করে বলেন, ইসরায়েল ঠিক কাজ করেছে।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়েই ট্রাম্প নবী-রসুলদের ভবিষ্যদ্বাণীর প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “নবীরা বলে গেছেন, মধ্যপ্রাচ্যে পৃথিবী শেষ হবে।” ট্রাম্পের মতে, এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ভবিষ্যতে বড় ধ্বংসযজ্ঞের সূচনা এখান থেকেই হতে পারে। তিনি বিশ্বাস করেন, নবীদের কথার সাথে বর্তমান পরিস্থিতির মিল রয়েছে এবং মধ্যপ্রাচ্য থেকে বিশ্বে অস্থিরতা ছড়িয়ে পড়বে।
ট্রাম্প বলেন, ‘‘আপনি জানেন, নবীরা বলে গেছেন, মধ্যপ্রাচ্যে পৃথিবী শেষ হয়ে যাবে। আপনি এটা জানেন, তাই না।’’
সাক্ষাৎকারটি শুক্রবার রেকর্ড করা হয় এবং ইউটিউবে প্রকাশের পর দ্রুতই জনপ্রিয়তা পায়। রোববার বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত সাক্ষাৎকারটি প্রায় ২ কোটি ৫৯ লাখ ৪৮ হাজারের বেশি বার দেখা হয়েছে, যা এই সাক্ষাৎকারের প্রতি শ্রোতাদের ব্যাপক আগ্রহের প্রতিফলন।
ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য বিশ্ব রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
খবর: জেরুজালেম পোস্ট

Discussion about this post