ডেস্ক রিপোর্ট: বছরে শুরুতেই প্রথম ম্যাচ খেলতে নেমে ইন্টার মায়ামি টাইব্রেকারে পরাস্ত করল মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাব আমেরিকাকে। এই বছরে প্রথম গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন স্টার লিওনেল মেসি।
রোববার (১৯ জানুয়ারি) সকালে অ্যালিগ্যান্ট স্টেডিয়ামে ক্লাব আমেরিকার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে লিওর দল ইন্টার মায়ামি। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলে ড্র হয়। ফলাফল নিষ্পত্তিতে এই প্রীতি ম্যাচেও আয়োজন করা হয় টাইব্রেকারের। সেখানে ৩-২ ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে দেয় মেসি-সুয়ারেজরা।
নতুন বছরে প্রথমবার খেলতে নামা ইন্টার মায়ামি শঙ্কা উড়িয়ে মাঠ ছাড়ল জয়ের হাসি নিয়ে। মৌসুম পূর্ববর্তী প্রস্তুতি পর্বের ম্যাচে তারা টাইব্রেকারে পরাস্ত করল মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাব আমেরিকাকে। তবে তাদের জয় ছাপিয়ে আলোচনায় গোলের পর আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির উদযাপনের ধরন।
শুরুতে অবশ্য গোল হজম করে পিছিয়ে পড়ে মায়ামি। ম্যাচের ৩১তম মিনিটে হেনরি মার্টিনের গোলে লিড নেয় ক্লাব আমেরিকা। তবে ৩ মিনিট পরেই ম্যাচে সমতায় ফেরে লিওরা। লুইস সুয়ারেজের পাস থেকে দুর্দান্ত এক গোল করেন মেসি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে দু’দলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরাই।
ম্যাচের ৫২তম মিনিটে অবশেষে গোলের দেখা পায় ক্লাব আমেরিকা। রেয়েসের দারুণ এক গোলে দ্বিতীয়বারের মতো ম্যাচে লিড পায় তারা। অনেক চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারছিল না মায়ামি। অতিরিক্ত সময়ে টমাস আভিলেসর গোলে শেষ পর্যন্ত সমতায় অমিমাংসিত ফলাফলের স্কোরবোর্ড উপহার দেয় মেসির দল।
ফলাফল নিষ্পত্তিতে টাইব্রেকারে শেষ পর্যন্ত প্রতিপক্ষকে হারায় মায়ামি। প্রথম তিনটি শটের প্রতিটিই মিস করে ক্লাব আমেরিকা। শেষ পর্যন্ত ৬টি শটে ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে লেখে মেসি-সুয়ারেজরা।
প্রিন্ট করুন
Discussion about this post