Print Date & Time : 8 August 2025 Friday 11:14 pm

দ. কোরিয়ার সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ করলো উ. কোরিয়া

ডেস্ক রিপোর্ট:  দক্ষিণ কোরিয়ার সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ পুরোপুরিভাবে বন্ধের ঘোষণা দিলো উত্তর কোরিয়া। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বুধবার (৯ অক্টোবর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। একইসঙ্গে সীমান্তের পাশবর্তী এলাকাগুলোকে আরও শক্তিশালী করা হবে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এই ঘোষণার মাধ্যমে দুই কোরিয়াকে বিভক্তকারী সীমানারেখার কাছাকাছি সামরিক কার্যকলাপের আরও বৃদ্ধির সূচনা হলো, যা চলতি বছর পর্যন্ত সাম্প্রতিক বছরগুলোতে বিরল ছিল।

জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী অভিযোগ করেছিল, দুর্ঘটনা সত্ত্বেও চলতি বছর কয়েক মাস ধরে ভারী সামরিকীকরণ সীমান্ত বরাবর ল্যান্ডমাইন পোতা, বেড়া দেওয়াসহ বর্জ্যভূমি তৈরি করেছে উত্তর কোরিয়া।

কেসিএনএ প্রকাশিত একটি বিবৃতিতে কোরিয়ান পিপলস আর্মির জেনারেল স্টাফ বলেছে, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত যুদ্ধ মহড়ার প্রতিক্রিয়া হিসেবে এই ঘোষণা এসেছে। এই মহড়াকে তারা ‘প্রাথমিক শত্রু রাষ্ট্র ও অপরিবর্তনীয় প্রধান শত্রু’ হিসেবে অভিহিত করেছে।