Print Date & Time : 21 April 2025 Monday 5:44 am

দ্য গার্ডিয়ানের পর এবার ‘এক্স’ বয়কট স্পেনের গণমাধ্যমের

ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের পর এবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ বয়কট করল স্পেনের গণমাধ্যম লা ভ্যানগার্ডিয়া। প্ল্যাটফর্মটিকে ‘মিথ্যা তথ্য ছড়ানোর হাতিয়ার’ হিসেবে উল্লেখ করেছে গণমাধ্যমটি। খবর আল-জাজিরার

স্প্যানিশ সংবাদপত্র লা ভ্যানগার্ডিয়া ঘোষণা করেছে যে, তারা আর এক্স-এ তাদের কোনো কন্টেন্ট শেয়ার করবে না। সেইসঙ্গে নিজেদের একাউন্টটিও প্রত্যাহার করে নেবে।

পত্রিকাটির দাবি, এক্সে জাতিগত সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ, নারীবিদ্বেষ ও বর্ণবাদ সম্পর্কিত অনেক পোস্ট করা হয়ে থাকে। পোস্টগুলোর মধ্যে মানবাধিকার লঙ্ঘনের মতো স্পর্শকাতর অনেক বিষয় থাকলেও তা তোয়াক্কা করা হয় না। বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করে টাকা হাতিয়ে নেয় তারা।

আন্তর্জাতিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক এই প্ল্যাটফর্মটির মালিক। তিনি সাধারণত নিজেকে ‘নিরঙ্কুশ বাকস্বাধীনতাবাদী’ হিসেবে বর্ণনা করে থাকেন। তিনি মনে করেন, মানুষের যা ইচ্ছা তা বলার ও লেখার অধিকার আছে। এজন্য এতে তেমন কোনো সেন্সরশিপ নেই।

এর আগে দ্য গার্ডিয়ান এক্স প্ল্যাটফর্মে বাড়তে থাকা নেতিবাচকতা এবং চরমপন্থার প্রতি উদ্বেগ প্রকাশ করেছে।

গণমাধ্যমটি গত বুধবার বিবৃতিতে জানিয়েছে, মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটিতে একটা সময় সাংবাদিকতার বিষয়গুলো শেয়ার করা হতো এবং দর্শকদের সঙ্গে যোগাযোগের জন্য একটি কার্যকরী টুল হিসেবে কাজ করত। কিন্তু এখন প্ল্যাটফর্মটির কার্যকারিতা অনেকটাই কমে গেছে।