Print Date & Time : 14 May 2025 Wednesday 2:23 pm

দুই মাসের মধ্যেই ভেঙে পড়বে সরকার: ইমরান খান

ডেস্ক রিপোর্ট: ‘সরকারের হাতে আর মাত্র দুই মাস সময় আছে’— জেলখানায় বসেই এমন ভবিষ্যদ্বাণী করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।

কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বর্তমান সরকারের শাসন আমলের সময় আর দুই মাস বলে উল্লেখ করেছেন ইমরান খান। এ সময় তিনি বলেন, ‘আমি জেল থেকে ভবিষ্যদ্বাণী করছি— সরকারের হাতে আর মাত্র দুই মাস সময় আছে। সরকার একটি জলাবদ্ধতায় আটকে আছে।’

অন্যদিকে নিজের অবস্থান নিয়ে ইমরান বলেন, ‘আমার কাছে অনেক সময় আছে, কিন্তু তাদের সময় ফুরিয়ে যাচ্ছে। তারা বোকা, সে কারণেই তারা এটি বুঝতে পারছে না।’

এর আগে ৯ মে ট্র্যাজেডি ইস্যুতে শোনা গিয়েছিল, দেশব্যাপী দাঙ্গা হামলার দায় স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ইমরান খান। তবে বিষয়টি যে সত্যি নয়, সে ব্যাপারে স্পষ্ট করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছি এমন ধারণা ভুল। আমি শুধু পাকিস্তানের পক্ষে কথা বলতে বলছি। আমি ক্ষমা চাইব যদি পিটিআই কর্মীদের ৯ মে ট্র্যাজেডির সিসিটিভি ফুটেজে দেখানো হয়।’

সরকারের সঙ্গে চুক্তির বিষয়টিও প্রত্যাখ্যান করেছেন ইমরান। এ ব্যাপারে তিনি বলেন, ‘যত মামলা করতে চান করেন, আমি কোনো চুক্তি করব না।’ একই সঙ্গে বর্তমান সরকারের অধীনে তার দল পুনর্নির্বাচনে অংশ নেবে না বলেও জানিয়ে দেন তিনি।