Print Date & Time : 26 July 2025 Saturday 1:33 pm

দাবানলে পুড়ছে ইসরাইল, পৌঁছায়নি আন্তর্জাতিক সহায়তা

ডেস্ক রিপোর্ট: ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইল।দেশটির বাণিজ্যিক রাজধানী তেলআবিব থেকে জেরুজালেমগামী রুট-১ মহাসড়কে ছড়িয়ে পড়েছে আগুন। এমতাবস্থায় প্রতিবেশী দেশ গ্রীস, ক্রোয়েশিয়া, ইতালি, সাইপ্রাস এবং বুলগেরিয়াসহ বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আন্তর্জাতিক সাহায্য পৌঁছানোর সম্ভাবনা নেই।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর আন্তর্জাতিক প্রতিপক্ষদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছেন। যার মধ্যে ইউরোপীয় দেশগুলোর ওপর জোর দেওয়া হয়েছে।

সা’আর দাবানল মোকাবিলায় সহায়তার জন্য যুক্তরাজ্য, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, সুইডেন, আর্জেন্টিনা, স্পেন, উত্তর ম্যাসেডোনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী ইভান আনুশিচের নির্দেশে, ক্রোয়েশিয়ান বিমান বাহিনীর একটি কানাডায়ার সিএল-৪১৫বিমান, যার মধ্যে ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর মোট ১১ জন সদস্য রয়েছেন, আগুন নেভাতে সহায়তা করার জন্য ইসরাইলে পাঠানো হবে।’

সাইপ্রাস থেকে সাহায্য প্রথমে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ইতালি এবং ক্রোয়েশিয়া থেকে তিনটি কানাডায়ার বিমান পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
স্প্যানিশ, ফরাসি এবং ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীরা ঘোষণা করেছেন যে তারা এই প্রচেষ্টায় সহায়তার জন্য বিমান পাঠাবেন।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দমকলকর্মীরা জেরুজালেমের হাইওয়ে ১-এ যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে এবং সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। জনসাধারণকে এলাকা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নেভানোর জন্য ১১৯ জন দমকল কর্মী, ১০টি দমকলকর্মী বিমান এবং একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ও পর্যবেক্ষণে সহায়তা করার জন্য ইসরাইলি বিমান বাহিনী এবং ইউনিট ৬৬৯ও প্রস্তুত রয়েছে। উদ্ধারকর্মীরা ভারী ধোঁয়ায় আটকে পড়া যানবাহন থেকে নয়জনকে উদ্ধার করেছেন। ঘটনাস্থলে তিনটি ব্যক্তিগত গাড়ি জ্বলছে বলে জানা গেছে।

কর্তৃপক্ষ উল্লেখ করেছে, তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।