ডেস্ক রিপোর্ট: দক্ষিণ লেবাননে বৃহস্পতিবার কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে গত বছরে শুরু হওয়া যুদ্ধবিরতির পর ইসরাইলের চালানো বড় ধরনের হামলা এটি। খবর রয়টার্সের।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণে হিজবুল্লাহর একটি অবকাঠামো স্থাপনায় হামলা চালিয়েছে।
যদিও এ হামলার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। তবে তারা এর আগে বলেছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে দক্ষিণ লেবানন থেকে তাদের সব বাহিনী প্রত্যাহার করা হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কমপক্ষে একজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার (৮ মাইল) দূরে নাবাতিহ অঞ্চলে হামলায় পাহাড়ের চূড়া থেকে ঘন ধোঁয়া উড়ছে।
গত বছরের যুদ্ধে হিজবুল্লাহর ব্যাপক ক্ষতিসাধনকারী দখলদার ইসরাইল যুদ্ধবিরতির পর থেকে দক্ষিণ লেবাননে নিয়মিতভাবে বিমান হামলা চালিয়ে আসছে। বৈরুতের হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত দক্ষিণ শহরতলিতেও বেশ কয়েকবার হামলা চালিয়েছে দখলদার বাহিনী।
যুদ্ধবিরতির শর্তাবলী অনুসারে, হিজবুল্লাহ বা অন্য কোনও সশস্ত্র গোষ্ঠীর কাছে লিটানি নদীর দক্ষিণে সীমান্তের কাছে অস্ত্র ধাকবেনা। আর অঞ্চলটিতে ইসরাইলকে দক্ষিণ থেকে সৈন্য প্রত্যাহার এবং সীমান্ত অঞ্চলে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা বাধ্যতামূলক।
লেবানন ও ইসরাইল একে অপরকে চুক্তিটি সম্পূর্ণরূপে বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগ করেছে। দক্ষিণে পাঁচটি পাহাড়ের চূড়ায় এখনও ইসরাইলি সেনা রয়েছে। লেবানন থেকে ইসরাইলের দিকে দুবার রকেট নিক্ষেপ করা হয়েছে, যদিও হিজবুল্লাহ তা অস্বীকার করেছে।
হিজবুল্লাহপ্রধান নাঈম কাসেম জানিয়েছেন, যুদ্ধবিরতির শর্ত মেনে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কোনও অস্ত্রধারী সদস্য নেই।