ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়লের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। শীর্ষ তদন্তকারী কর্মকর্তা ওহ ডং-উন জানিয়েছেন, নিরাপত্তা প্রতিবন্ধকতা ভেঙে তাকে গ্রেপ্তার করতে যা যা প্রয়োজন, তা করতে প্রস্তুত তিনি। খবর রয়টার্সের।
স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) প্রেসিডেন্টের বাসভবনের চারপাশে সমর্থক এবং বিরোধী উভয় পক্ষের বিক্ষোভকারীরা ঠাণ্ডা আবহাওয়া উপেক্ষা করে রাস্তায় সমবেত হন। এর একদিন আগে আদালত ইউনের বিরুদ্ধে পুনরায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস (পিএসএস) ইউনকে রক্ষা করতে প্রেসিডেন্ট কম্পাউন্ডের চারপাশে কাঁটাতার এবং বাস দিয়ে প্রতিবন্ধক তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, ইউন ওই এলাকায় অবস্থান করছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য সমন উপেক্ষা করেছেন।
ইউনের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগের পাশাপাশি ৩ ডিসেম্বরের সামরিক আইনের ঘোষণার জন্য তদন্ত চলছে, যা দক্ষিণ কোরিয়াকে হতবাক করে দেয়। এই ঘটনার পর প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এছাড়াও ইউনের বিরুদ্ধে ১৪ ডিসেম্বর সংবিধান লঙ্ঘনের অভিযোগে ইমপিচমেন্টের বিচার চলছে।
কর্স্পশন ইনভেস্টিগেশন অফিস ফর হাই-র্যাংকিং অফিসিয়ালস (সিআইও)-এর প্রধান ওহ ডং-উন মঙ্গলবার জানান, গত শুক্রবার প্রেসিডেন্সিয়াল কম্পাউন্ডে ছয় ঘণ্টার উত্তেজনাপূর্ণ অচলাবস্থার পর তার প্রথম গ্রেপ্তার প্রচেষ্টা ব্যর্থ হয়।
ওহ বলেন, এইবার আমরা প্রস্তুতিতে কোনো ত্রুটি রাখব না। দৃঢ় সংকল্প নিয়ে কাজ করব যাতে দ্বিতীয়বার গ্রেপ্তার প্রচেষ্টাই শেষবার হয়। নতুন গ্রেপ্তারি পরোয়ানার মেয়াদ কতদিন থাকবে, তা এখনও স্পষ্ট নয়।
প্রিন্ট করুন
Discussion about this post