ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একটি টহল বিমান দেশটির দক্ষিণাঞ্চলের পোহাং শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে থাকা চার আরোহীর ভাগ্য এখনও অনিশ্চিত বলে জানিয়েছে নৌবাহিনী। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (২৯ মে) স্থানীয় সময় দুপুর পৌনে ২টার দিকে পোহাংয়ের একটি সামরিক ঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানায় দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
স্থানীয় সংবাদমাধ্যম ইয়োনহাপ কর্তৃপক্ষের বরাতে রয়টার্স জানিয়েছে, দেশটির পূর্ব উপকূলীয় এক পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে বলে জানিয়েছেন এক বেসামরিক প্রত্যক্ষদর্শী।
দুর্ঘটনার পরপরই দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে ছুটে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত ফায়ার সার্ভিস কর্মীরা।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে। তারা বলছে, যত দ্রুত সম্ভব দুর্ঘটনার প্রকৃত কারণ ও চার আরোহীর অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য জানানো হবে।