ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে একটি ছোট আকৃতির যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। জানা গেছে, দুপুরে ব্যাংকক বিমানবন্দর থেকে উড্ডয়নের একটু পরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
বার্তাসংস্থা সিএনএন বলছে, ওই উড়োজাহাজে দুই পাইলট, পাঁচ চীনা এবং দুই থাই যাত্রীসহ ৯ আরোহী ছিলেন। আশঙ্কা করা হচ্ছে দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।
থাইল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি যাচ্ছিল রাজধানী ব্যাংকক থেকে ২৭৫ কিলোমিটার দূরের উপকূলীয় প্রদেশ ট্রাটে।
ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ২টা ৪৬ মিনিটে উড্ডয়ন করার ১১ মিনিট পর এটির সঙ্গে রেডিও ও রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানবন্দর থেকে ৪০ কিলোমিটার দূরের চাচোয়েংসাও প্রদেশের ম্যানগ্রোভ জলাভূমিতে বিমানটি আছড়ে পড়ে। উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে জীবিত কাউকে খুঁজে পাননি। প্রায় ১ ঘণ্টা খোঁজাখুঁজির পর ভঙ্গুর অবস্থায় কঠিন এবং দুর্গম জলাভূমিতে বিমানটি খুঁজে পায় উদ্ধারকারীরা।

Discussion about this post