ডেস্ক রিপোর্ট: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিলোপিতে তাপমাত্রা পৌঁছেছে ৫০.৫ ডিগ্রি সেলসিয়াসে। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। শুক্রবার রেকর্ড হওয়া এই তাপমাত্রার কথা শনিবার এক্স (সাবেক টুইটার)-এ জানিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই মাসে তুরস্কের ১৩২টি আবহাওয়া কেন্দ্র সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করেছে। এর আগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল আগস্ট ২০২৩ সালে, তখন তা ছিল ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস।
সিরনাক প্রদেশের অন্তর্গত সিলোপি শহরটি ইরাক ও সিরিয়ার সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে। এই অঞ্চলে গত কয়েক দিন ধরেই তীব্র তাপপ্রবাহ চলছে, যার কারণে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে দাবানল।
উত্তরাঞ্চলের কারাবুক প্রদেশে দাবানল নিয়ন্ত্রণে আনতে চতুর্থ দিনের মতো সংগ্রাম চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ইতোমধ্যে কয়েকটি গ্রামের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার এসকিশেহির প্রদেশে দাবানল নেভাতে গিয়ে মারা গেছেন ১০ জন।
তীব্র তাপপ্রবাহের কারণে দেশটির কিছু শহর কর্তৃপক্ষ পানি ব্যবহারে বিধিনিষেধ জারি করেছে। এর মধ্যে পশ্চিম উপকূলের ইজমির শহরের কাছে অবস্থিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র চেশমে-তেও পানির ব্যবহার সীমিত করা হয়েছে।
তুরস্কের প্রতিবেশী গ্রিসেও চলছে তীব্র তাপপ্রবাহ। সেখানে একাধিক স্থানে ছড়িয়ে পড়েছে দাবানল। তা নেভাতে কাজ করছেন দমকল কর্মীরা।
পরিবেশবিদেরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে এ ধরনের চরম আবহাওয়া পরিস্থিতি আরও ঘন ঘন দেখা যেতে পারে। তুরস্কের কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং যেসব এলাকা ঝুঁকিপূর্ণ, সেসব এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
এদিকে, দেশজুড়ে ছুটি কাটাতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করছে প্রশাসন। তীব্র তাপদাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Discussion about this post