Print Date & Time : 22 July 2025 Tuesday 8:59 pm

তীব্র তাপপ্রবাহে ইউরোপে ৪৭ হাজার মানুষের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: তীব্র তাপপ্রবাহে গত বছর ইউরোপে ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সোমবার (১২ আগস্ট) স্পেনের বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ (আইএসগ্লোবাল) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপ মহাদেশের দক্ষিণ অঞ্চলের দেশগুলোর অবস্থা সবচেয়ে খারাপ ছিল। সেখানে মৃত্যুহারও ছিল বেশি। গবেষণায় ৩৫টি দেশের তথ্য উল্লেখ করা হয়েছে। এর মধ্যে গ্রিস, বুলগেরিয়া, ইতালি ও স্পেনে বেশি মানুষ মারা গেছেন।

জলবায়ু পরিবর্তনের কারণে ২০২৩ সালে সারা বিশ্ব তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে। সে সঙ্গে স্বাস্থ্যঝুঁকি বাড়তে থাকে। তবে মহাদেশটিতে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হওয়ায় মৃত্যুর হার কমে। এ ছাড়া দেশগুলোর সরকার হিটস্ট্রোক থেকে জনগণকে রক্ষায় নানা উদ্যোগ নেয়।

আইএসগ্লোবালের প্রতিবেদনে বলা হয়, উষ্ণতা মোকাবিলায় পদক্ষেপ না নিলে ২০২৩ সালে মহাদেশটিতে গরম মহামারী দেখা দিত। আরও হাজারো মানুষ মারা যেতেন। বিশেষ করে বয়স্ক মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে যেত।