Print Date & Time : 21 April 2025 Monday 5:48 am

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৫৩

ডেস্ক রিপোর্ট: চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৬২ জন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে ভূমিকম্পটি আঘাত হানে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে।

প্রাথমিকভাবে ভূমিকম্পে ৩০ জনের মৃত্যুর খবর দিয়েছিল সিনহুয়া। পরে তা সংশোধন করে ৯ জনের মৃত্যু ও ১১ জন গুরুতর আহত হওয়ার খবর জানানো হয়।

প্রতিবেশী নেপাল, ভারত, এমনকি বাংলাদেশ থেকেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।