Print Date & Time : 2 September 2025 Tuesday 10:20 pm

তাসকিনের সাথে সেমন্তী সৌমি

সেমন্তী সৌমি – ছবি : ইন্টারনেট

‘বয়ফ্রেন্ড’ শিরোনামের ছবিতে অভিনয় করছেন সেমন্তী সৌমি। ছবিতে তার বিপরীতে রয়েছেন অভিনেতা তাসকিন রহমান। যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের নিরঞ্জন বিশ্বাস ও কলকাতার নেহাল দত্ত। ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে ছবির প্রথম লটে চিত্রায়ণ। তবে বৃষ্টির কারণে খানিকটা বিঘ্ন হচ্ছে চিত্রায়ণে। মঙ্গলবার বৃষ্টির কারণে বাতিল করা হয়েছে এ দিনের চিত্রায়ণ।

এরই ফাঁকে বাংলাদেশের খবরের সঙ্গে আলাপ করেছেন সেমন্তী সৌমি। ‘বয়ফ্রেন্ড’ ছবির সর্বশেষ অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথম লটে ছবির ৬০ শতাংশ কাজ প্রায় শেষের দিকে। দ্বিতীয় লটের কাজ সিলেটে খুব শিগগিরই শুরু হবে।’

অভিনেতা তাসকিনের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘খুব ভালো অভিজ্ঞতা। তাসকিন খুব ভালো অভিনয় করেন। ওর সঙ্গে কাজ করতে খুবই মজা লাগছে। সবাই খুব আনন্দের সঙ্গে কাজটি করে যাচ্ছি।’ ছবির গল্পটা কেমন? উত্তরে সেমন্তী সৌমি বলেন, ‘গল্পে তাসকিন একজন ক্রিকেটার। আমার বাবা বাড়ি করার জন্য তাসকিনদের ওখানে যান। সেখানে ভাড়াটে গুণ্ডারা অনেক ঝামেলা করে। তার পর আমাদের পরিবার তাসকিনের ক্রিকেট ক্লাবের কাছে সহযোগিতা চায়। ঘটনাক্রমে আমাদের মধ্যে প্রেম হয়, ভালোবাসা হয়। একপর্যায়ে আমার বিয়ে হয়ে যায় আমান রেজার সঙ্গে। বাকিটা আর বলব না। হা হা হা।’

২০১২ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন সৌমি। পাশাপাশি কাজ করেছেন বেশ কিছু নাটকে। বড়পর্দায় নিজের শক্ত অবস্থান গড়ে নিতে চান এ অভিনেত্রী। হলে কি ছোটপর্দা ছেড়ে দেবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি হেসে বলেন, ‘না, না। এমনটা না। ছোটপর্দা আমার ভালো লাগার জায়গার মধ্যে অন্যতম। আমি এটাকে অনেক পছন্দ করি। ছোটপর্দায় কাজ অবশ্যই করব। তবে এখন ছোটপর্দার প্রস্তাবগুলো নিচ্ছি না। ছবির কাজ পুরোপুরি শেষ করে তার পর।’