Print Date & Time : 27 July 2025 Sunday 5:37 pm

তাণ্ডব চালিয়ে ফিলিস্তিনির দুই শহরে সেনা প্রত্যাহার করল ইসরাইল

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিস ও মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় সামরিক অভিযান সমাপ্ত করার ঘোষণা দিয়েছে ইসরাইল।

মাসব্যাপী অভিযান শেষে এই দুই শহর পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে দখলদার সেনাবাহিনী। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ।

ইসরাইল সামরিক বাহিনী জানিয়েছে, খান ইউনিস ও দেইর আল-বালাহতে আড়াই শর বেশি হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। এছাড়া হামাসের ছয় কিলোমিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গপথ ধ্বংস করে উদ্ধার করা হয়েছে ছয় জিম্মির মরদেহ।

ইসরাইল আরো জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকায় যেসব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছিল তারা এখন ফিরতে পারবে। এর মধ্য দিয়ে খান ইউনিস ও দেইর আর বালাহ আবারও নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হলো।

খান ইউনিস ও দেইর আল বালাহ থেকে প্রত্যাহার করে নেওয়া সেনারা এবার গাজা উপত্যকার অন্য এলাকায় অভিযানে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় ১০ মাস ধরে চলা যুদ্ধে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ৯৮ হাজারের বেশি মানুষ।