ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে অভিবাসী অধিকার সংস্থা আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ-আকলু)।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেওয়ায় গত সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানী ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট আদালতে দায়ের করা হয়েছে মামলাটি।
ট্রাম্পের অভিবাসন ‘আইনবহির্ভুত’ এবং ‘অনাকাঙিক্ষত’ উল্লেখ করে মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, “সরকার ঠিক সেই কাজই করছে যা সরাসরি কংগ্রেসের (যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট) আইনের সঙ্গে সাংঘর্ষিক। সরকার কংগ্রেসের অনুমতি না নিয়েই আশ্রয়প্রার্থীদের এবং কেবল একজন-দু’জন নয়, এমনকি পরিবারগুলোকেও – এমন দেশে ফিরিয়ে দিচ্ছে যেখানে তাদের নিপীড়ন বা নির্যাতনের সম্মুখীন হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে।”
মামলায় আকলুর সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে অ্যারিজোনাভিত্তিক সংস্থা ফ্লোরেন্স প্রোজেক্ট, এল প্যাসো ভিত্তিক সংস্থা লাস আমেরিকান ইমিগ্র্যান্ট অ্যাডভোকেসি সেন্টার এবং টেক্সাসভিত্তিক সংস্থা রেইসেজ।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের অবস্থান যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে। গত বেশ কয়েক বছর ধরে এই সীমান্ত দিয়ে প্রতিদিন অনুপ্রবেশ ঘটছে। অনুপ্রবেশকারীদের প্রায় সবাই মেক্সিকো, মধ্য আমেরিকা বা দক্ষিণ আমেরিকা অঞ্চলভুক্ত দেশগুলোর বাসিন্দা।
খবর : এপি

Discussion about this post