Print Date & Time : 11 May 2025 Sunday 10:32 am

ডেমোক্র্যাটরা হতাশ

ডেস্ক রিপোর্ট: রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন বলে এরইমধ্যে ফক্স নিউজের পূর্বাভাসে বলা হয়েছে। ফক্স নিউজ তাদের পূর্বাভাসে বলেছে, ট্রাম্প এখন পর্যন্ত ২৭৭ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলার ঝুলিতে ২২৬ ইলেক্টোরাল ভোট।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।

এদিকে বিবিসি বলছে, অন্যান্য রাজ্য ছাড়াও দু’টি সুইং স্টেটের ফলাফল ঘোষণা করা হয়েছে– নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ার। আর উভয় রাজ্যেই জয়ী হয়েছেন ট্রাম্প। এখনও পাঁচটি গুরুত্বপূর্ণ সুইং রাজ্যের ফলাফল বাকি, যদিও প্রাথমিক পূর্বাভাসে দেখা যাচ্ছে ট্রাম্প এগিয়ে আছেন।

এগুলো এমন কিছু এলাকা যেখানে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে হ্যারিস বা ট্রাম্প যে কেউই জিততে পারেন আর সম্ভবত এগুলোই নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করবে।

বিবিসির রিপোর্টাররা যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন স্থানে নির্বাচনী পার্টিগুলোর আপডেট নিয়ে রিপোর্ট করছেন। মিশিগানে ডেমোক্র্যাটিক দাতা এবং কৌশলবিদরা বিবিসির আইওন ওয়েলসকে জানিয়েছেন যে তারা খুবই হতাশা বোধ করছেন।

অন্যদিকে, নাদা তাওফিক ফ্লোরিডায় ট্রাম্পের শিবিরে উত্তেজনা এবং লক্ষ্য স্থির করার অনুভূতির কথা জানাচ্ছেন। এরইমধ্যে ফ্লোরিডায় ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। সেখানে তার সমর্থকদের ব্যাপক উল্লাস করতে দেখা গেছে।