Print Date & Time : 13 May 2025 Tuesday 7:45 pm

ট্রাম্প সফরের আগে আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সামরিক চুক্তি

ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক হেলিকপ্টার ও যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই সোমবার এই ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।

পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক ও সামরিক বিষয়ক ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাবিত অস্ত্রচুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত ছয়টি সিএইচ-৪৭এফ চিনুক হেলিকপ্টার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পাবে, যার মোট মূল্য প্রায় ১.৩২ বিলিয়ন মার্কিন ডলার।

যুক্তরাষ্ট্রের মতে, এই চুক্তি ‘যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি এবং জাতীয় নিরাপত্তা স্বার্থকে সমর্থন করবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সংযুক্ত আরব আমিরাত এই সরঞ্জামগুলো অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ব্যবহার করবে।’

যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতকে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির এক গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে তেলসমৃদ্ধ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। সফরে কূটনৈতিক আলোচনা ছাড়াও প্রতিরক্ষা, বিমান, জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে বড় বড় ব্যবসায়িক চুক্তির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও, যুক্তরাষ্ট্র এফ-১৬ যুদ্ধবিমানের ১৩০ মিলিয়ন ডলারের যন্ত্রাংশ সংযুক্ত আরব আমিরাতকে বিক্রির অনুমোদন দিয়েছে।

আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, এই যুদ্ধবিমান-সংক্রান্ত যন্ত্রাংশ সংযুক্ত আরব আমিরাতকে তাদের ‘সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় এবং জাতীয় প্রতিরক্ষা চাহিদা পূরণে সক্ষম করে তুলবে।’

এই অস্ত্রচুক্তি চূড়ান্ত অনুমোদনের আগে মার্কিন কংগ্রেসের ৩০ দিনের সময়সীমা রয়েছে, যার মধ্যে কংগ্রেস চাইলে এই বিক্রয় চুক্তি বাতিল করতে পারে।