ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাউথ ডাকোটার গভর্নর ক্রিস্টি নোয়েমকে স্বরাষ্ট্রমন্ত্রীর (হোমল্যান্ড সিকিউরিটি) দায়িত্বে নিয়োগ দিতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স, যা সম্পর্কে অবগত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে।
নোয়েমকে এর আগে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সম্ভাব্য তালিকায় রাখা হয়েছিল। ২০২২ সালের নির্বাচনে বিপুল ভোটে দ্বিতীয় মেয়াদে সাউথ ডাকোটার গভর্নর নির্বাচিত হন তিনি। করোনা মহামারির সময় মাস্ক পরা বাধ্যতামূলক করার বিরোধিতা করে তিনি জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন।
তবে তার রাজনৈতিক জীবনে বিতর্কও কম নয়। একটি স্মৃতিচারণামূলক বইয়ে নিজের বাড়িতে একটি অবাধ্য কুকুর গুলি করে মারার কথা উল্লেখ করে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
হোমল্যান্ড সিকিউরিটির মতো গুরুত্বপূর্ণ বিভাগে নোয়েমের নিয়োগ নিয়ে ট্রাম্পের প্রচারশিবির কিংবা নোয়েমের কার্যালয় থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জননিরাপত্তা, সীমান্ত সুরক্ষা, অভিবাসন নিয়ন্ত্রণ, এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর তদারকি করে। এ বিভাগের অধীনেই কাজ করে সিক্রেট সার্ভিস, যা প্রেসিডেন্টসহ শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করে।
এদিকে, ট্রাম্প আগামী ২০ জানুয়ারি ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই প্রশাসন গঠনের কাজ শুরু করেছেন। এরই মধ্যে তিনি চিফ অব স্টাফ হিসেবে সুজি ওয়াইলস, অভিবাসন প্রধান হিসেবে টম হোম্যান, এবং জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এলিসে স্টেফানিকের নাম ঘোষণা করেছেন।
রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মাইকেল ওয়ালৎসের নাম প্রস্তাবিত। পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিও) প্রধান হতে যাচ্ছেন তার ঘনিষ্ঠ মিত্র লি জেলডিন।