Print Date & Time : 2 August 2025 Saturday 2:27 am

ট্রাম্প আমেরিকানদের বিভক্ত করেছে : কমলা হ্যারিস

ডেস্ক রিপোর্ট: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকানদের বিভক্ত করেছেন বলে মন্তব্য করেছেন আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।

বৃহস্পতিবার জর্জিয়ায় একটি নির্বাচনী সমাবেশে কমলা হ্যারিস বলেন, আমেরিকানরা একটি কঠিন সময় অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে প্রস্তুত। কারণ তিনি নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে নাটকীয়ভাবে ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন লাভের পর প্রথম সাক্ষাৎকারে মধ্যপন্থী ভোটারদের কাছে পৌঁছেছেন।

৫৯ বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী সিএনএনকে জোর দিয়ে বলেন, তিনি অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর হবেন এবং বিতর্কিত তেল ও গ্যাস উৎপাদনকে সমর্থন করবেন।

জর্জিয়ার দোদুল্যমান রাজ্যে প্রচারাভিযানের সময় হ্যারিস তার রানিং মেট টিম ওয়ালজের সাথে একটি যৌথ সাক্ষাৎকারে বলেন, ‘এই কাজটি করার জন্য আমিই সেরা ব্যক্তি।’

প্রথম নারী এবং কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ‘আমেরিকান হিসেবে সত্যিই আমাদের জাতিকে বিভক্ত করেছেন।’

ডেমোক্র্যাট প্রার্থী হ্যারিস আরো জানান, তিনি জিতলে তার মন্ত্রিসভায় একজন রিপাবলিকানের নাম অন্তর্ভূক্ত করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ট্রাম্পের সাক্ষাৎকারটিকে ‘বোরিং’ বলে উল্লেখ করেন হ্যারিস।
খবর বাসস