ডেস্ক রিপোর্ট: গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুটে এগেদে জানিয়েছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। তবে শুক্রবার (১০ জানুয়ারি) তিনি জোর দিয়ে বলেছেন, গ্রিনল্যান্ডের স্বাধীনতা ও স্বশাসনের প্রতি সবাইকে সম্মান দেখাতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। এর আগে তিনি গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণকে ‘একটি অপরিহার্যতা’ বলে উল্লেখ করেছেন। ট্রাম্প সামরিক বা অর্থনৈতিক উপায়ে, এমনকি ডেনমার্কের ওপর শুল্ক আরোপের মাধ্যমেও এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সম্ভাবনা উড়িয়ে দেননি।
কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে, ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে এগেদে বলেন, না, তবে আমরা আলোচনায় প্রস্তুত।
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন একই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তিনি বৃহস্পতিবার জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে একটি বৈঠকের অনুরোধ করা হয়েছে। তবে সেটি তার শপথ গ্রহণের আগে হওয়ার সম্ভাবনা কম।
গ্রিনল্যান্ডে প্রায় ৫৭ হাজার মানুষ বাস করে। ১৯৫৩ সাল পর্যন্ত ডেনমার্কের একটি উপনিবেশ ছিল। বর্তমানে এটি একটি স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল। ২০০৯ সালে একটি গণভোটের মাধ্যমে স্বাধীনতার দাবি করার অধিকার লাভ করে।
উত্তর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে, যা অঞ্চলটির কৌশলগত গুরুত্ব বৃদ্ধি করে।
প্রধানমন্ত্রী এগেদে গ্রিনল্যান্ডের স্বপ্নের কথা তুলে ধরে বলেন, আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা রয়েছে, আমরা নিজেদের ঘরের কর্তা হতে চাই … এটি সবার সম্মান করা উচিত।
তবে তিনি আরও বলেন, এর অর্থ এই নয় যে আমরা ডেনমার্কের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করব।
সম্প্রতি গ্রিনল্যান্ডে স্বাধীনতা আন্দোলন জোরদার হয়েছে। এগেদে তার নববর্ষের ভাষণে এই বিষয়টি নিয়েও আলোচনা করেছেন।

Discussion about this post