ডেস্ক রিপোর্ট: শখের দাম লাখ টাকা- সেই চিত্রই এবার দেখা গেলো সুদূর মার্কিন মুল্লুকে। নিজের শখ পূরণে হোয়াইট হাউসে কোটি কোটি ডলার খরচ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারি অভ্যর্থনা অনুষ্ঠানের জন্য সেখানে একটি বিশাল বলরুম নির্মাণ করবেন তিনি। নিজের পছন্দ অনুযায়ী হোয়াইট হাউস সংস্কার করতে ২০০ মিলিয়ন ডলার বাজেট করছেন ট্রাম্প। এতে আয়তনেও বাড়বে হোয়াইট হাউস। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। কিছু অজ্ঞাত দাতাসহ এই প্রকল্পের অর্থায়ন করবেন ট্রাম্প নিজেও। এএফপি।
ট্রাম্পের এই উদ্যোগটি বিগত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে মার্কিন নির্বাহী প্রাসাদের বৃহত্তম প্রকল্পগুলোর মধ্যে একটি। ৯০ হাজার বর্গফুট আয়তনের বলরুমটির কাজ সেপ্টেম্বরে শুরু হবে এবং ২০২৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার ‘অনেক আগে’ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ব্রিফিংয়ে লেভিট বলেন, ‘গত ১৫০ বছর ধরে বিভিন্ন প্রেসিডেন্ট, প্রশাসন ও হোয়াইট হাউসের কর্মীরা বড় ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য একটি স্থায়ী বড় স্থান চেয়েছেন।’
নতুন নির্মিত বলরুমে যা যা থাকছে
বাড়ছে বিস্তৃতি : লিভিট বলেন, নতুন বলরুমটি ৮ হাজার বর্গমিটারেরও বেশি বিস্তৃত হবে। বলরুমে ৬৫০ জনের বসার ব্যবস্থা থাকবে। এটি ওয়াশিংটনে আসা বিদেশি রাষ্ট্রপ্রধানদের সম্মানে দেওয়া বিশাল রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবে। বর্তমানে বড় ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য প্রায়ই হোয়াইট হাউসের প্রাঙ্গণে অস্থায়ী তাঁবু বসাতে হয়। সরকারি মডেল অনুযায়ী, বলরুমটি সাদা রংয়ের হবে এবং এতে কলাম ও মূল হোয়াইট হাউস ভবনের মতো সম্মুখভাগ থাকবে। এটি ইস্ট উইং প্রতিস্থাপন করবে, যেখানে সাধারণত মার্কিন ফার্স্টলেডির কার্যালয় থাকে।
পতাকাদণ্ড নির্মাণ : দক্ষিণ ও উত্তরের দিকে ৮৮ ফুট উঁচু দুটি নতুন পতাকাদণ্ড স্থাপন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, ‘আশা করি তারা আগামী বহু বছর ধরে হোয়াইট হাউসের উভয়পাশে গর্বের সঙ্গে দাঁড়িয়ে থাকবে।’
রোজ গার্ডেন রোমান্স : ঐতিহাসিক রোজ গার্ডেনের ঘাস তুলে ফেলে সেখানে এখন পাথরের ফুটপাত তৈরির কাজ চলছে। কারণ, অনুষ্ঠানে হিল জুতা পরা অতিথিদের জন্য ঘাস ভেজা থাকাটা বিপজ্জনক।
গোল্ড অলংকরণ ও ওভাল অফিস আলোকসজ্জা : ওভাল অফিসে ট্রাম্পের স্বাক্ষর সমৃদ্ধ সোনালী অলংকরণ করা হবে। যেমন: গোল্ড মিরর, ফ্রেম, ম্যান্ডেলিয়ন, ছোট মূর্তি ও দার্শনিক ভাবনা প্রচ্ছন্ন যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বলরুম প্রসঙ্গে লেভিট আরও বলেন, ‘হোয়াইট হাউস বিশ্বের সবচেয়ে সুন্দর এবং ঐতিহাসিক ভবনগুলোর মধ্যে একটি। তবুও হোয়াইট হাউস বর্তমানে অন্যান্য দেশের বিশ্ব নেতাদের সম্মানে বড় অনুষ্ঠান আয়োজন করতে পারছে না।’
বলরুম প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি জিনিসপত্র তৈরিতে দক্ষ এবং আমরা এটি দ্রুত ও সময়মতোই তৈরি করব। এটি সুন্দর হবে।’
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস বলেন, ‘প্রেসিডেন্ট এবং ট্রাম্প হোয়াইট হাউসের বিশেষ ইতিহাস সংরক্ষণের জন্য উপযুক্ত সংস্থাগুলোর সঙ্গে কাজ করার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ, একই সঙ্গে একটি সুন্দর বলরুম তৈরি করবে যা ভবিষ্যতের প্রশাসন এবং আমেরিকানদের ভবিষ্যৎ প্রজন্ম উপভোগ করতে পারবে।’