Print Date & Time : 20 April 2025 Sunday 10:49 pm

ট্রাম্পের বাড়িতে বসবাস করছেন ইলন মাস্ক

ডেস্ক রিপোর্ট: শীর্ষ ধনকুবের টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটের একটি বাড়িতে বসবাস করছেন বলে জানা গেছে।

সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ব্যানিয়ান কটেজ’-এ বাসস্থান নিয়েছেন ইলন মাস্ক। আরামদায়ক এই বাড়িটি সাধারণত প্রতি রাতের জন্য ২ হাজার ডলারে ভাড়া দেওয়া হয়ে থাকে।

এটি ট্রাম্পের মূল বাড়ি থেকে মাত্র কয়েকশ ফুট দূরে অবস্থিত। এর ফলে ট্রাম্পের সঙ্গে সহজেই দেখা করতে পারেন ইলন মাস্ক।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, এই ব্যবস্থাটি ট্রাম্পের উপর মাস্কের উল্লেখযোগ্য প্রভাবকে তুলে ধরে। এর মাধ্যমে নৈশভোজ এবং নীতিগত আলোচনাসহ নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে ঘন ঘন দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।

গত বছরের জুলাইয়ে ব্যর্থ হত্যাচেষ্টার শিকার হওয়ার পর থেকেই ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন করে আসছেন ইলন মাস্ক। এরপর মাস্ক ধীরে ধীরে অন্যতম প্রধান ‘উপদেষ্টা’ হয়ে উঠেছেন। তিনি ইতিমধ্যে ট্রাম্পের সঙ্গে বিদেশি নেতাদের ফোনকলে যুক্ত হয়েছেন। সম্প্রতি প্রযুক্তি শিল্পের প্রতিদ্বন্দ্বী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সঙ্গে নৈশভোজেও ট্রাম্পের সঙ্গে যোগ দেন মাস্ক।

ট্রাম্পের প্রচারাভিযানেও ইলন মাস্কের আর্থিক অবদান যথেষ্ট ছিল। তিনি ট্রাম্পকে সমর্থন করার জন্য নির্বাচনী চক্রের শেষ মাসগুলোতে প্রায় ২৫০ মিলিয়ন ডলার ব্যয় করেছেন বলে জানা গেছে। অন্যতম গুরুত্বপূর্ণ দাতা এবং সোশ্যাল মিডিয়া প্রচারক হিসাবে মাস্কের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

নিউ ইয়র্ক টাইমস বলছে, ইলন মাস্ক মার-এ-লাগোতে থাকার জন্য সঠিক পরিমাণ অর্থ প্রদান করবেন কি না, তা স্পস্ট নয়। ভাইস প্রেসিডেন্ট-নির্বাচিত জেডি ভ্যানসকেও মার-এ-লাগোতে প্রায়শই দেখা গেছে।