ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করেছে সিক্রেট সার্ভিস। নিরাপত্তা নিশ্চিত করতে তারা যুক্ত করেছে ‘স্পট’ নামের একটি রোবটিক কুকুর, যা তৈরি করেছে বস্টন ডাইনামিকস। সম্প্রতি ট্রাম্পের ফ্লোরিডার পাম বিচে অবস্থিত মার-আ-লাগো রিসোর্টে রোবটটি দেখা গেছে।
‘স্পট’ একটি স্বয়ংক্রিয় রোবট, যা দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এতে কোনো ধরনের অস্ত্র না থাকলেও এটি বিভিন্ন নিরাপত্তা কাজে অত্যন্ত কার্যকর। রোবটটির প্রতিটি পায়ে সতর্কবার্তা লেখা রয়েছে: “Do Not Pet”। যদিও এর চেহারা আদুরে নয়, তবুও এটি বেশ কার্যকর বলে মনে করেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি ট্রাম্পের বিরুদ্ধে দুটি হত্যাচেষ্টার ঘটনার পর, সিক্রেট সার্ভিস তাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়। তাদের লক্ষ্য, সম্ভাব্য হুমকি আগে থেকেই শনাক্ত এবং প্রতিরোধ করা। রোবটিক কুকুরটি এই প্রচেষ্টারই একটি অংশ।
সিক্রেট সার্ভিসের যোগাযোগ প্রধান অ্যান্টনি গুগলিয়েলমি বলেছেন, “প্রেসিডেন্ট ইলেক্টের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
মার-আ-লাগো রিসোর্টে স্পটের দৌড়ে বেড়ানোর ভিডিও ইতোমধ্যে টিকটকে ভাইরাল হয়েছে। কেউ এটিকে ‘শান্ত’ ও ‘চতুর’ বলছেন, আবার কেউ একে ‘ভয়ানক’ আখ্যা দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন লেট নাইট টিভি শোতেও এই রোবট নিয়ে হাস্যরস করা হচ্ছে। তবে এর মিশন কোনোভাবেই হাসির বিষয় নয়।
সিক্রেট সার্ভিসের সাবেক কর্মকর্তা এবং ট্যালন কোম্পানিসের সিইও রন উইলিয়ামস বলেছেন, “রোবটিক কুকুর একাই মানুষের চেয়ে বেশি জায়গা পাহাড়া দিতে পারে।” তার মতে, মার-আ-লাগোর মতো উন্মুক্ত স্থানে এই ধরনের ডিভাইস আরও আগে থেকেই থাকা উচিত ছিল।
তিনি আরও বলেন, ভবিষ্যতে সামরিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে রোবটিক কুকুর ব্যবহারের প্রবণতা বাড়বে।
রোবটটি নিয়ে সিক্রেট সার্ভিস এবং বস্টন ডাইনামিকস কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি। এটি কবে থেকে ব্যবহার শুরু হয়েছে কিংবা এর কার্যকারিতা সম্পর্কেও তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।