Print Date & Time : 9 May 2025 Friday 12:04 am

ট্রাম্পের জয়ের ভবিষ্যদ্বাণী করল ভাইরাল পিগমি জলহস্তী!

ডেস্ক রিপোর্ট:  বহুল প্রত্যাশিত মার্কিন নির্বাচনে ভোটাররা যখন ভোট দিচ্ছেন, তখন থাইল্যান্ডের ভাইরাল ছোট্ট পিগমি জলহস্তী মু দেং ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসবেন বলে ভবিষ্যদ্বাণী করেছে।

চোনবুরি প্রদেশের খাও খেও খোলা চিড়িয়াখানায় ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও ট্রাম্পের নাম লেখা দুটি ফল উপহার দেওয়া হয় মু দেং-কে।

চিড়িয়াখানা থেকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, চার মাস বয়সী মু দেং ট্রাম্পের নাম নির্বাচন করে। পরে দ্রুত সোশ্যাল মিডিয়ায় এটি ছড়িয়ে পড়ে।চলতি বছরের সেপ্টেম্বরে মু দেং-এর ছবি অনলাইনে ভাইরাল হয়। মাত্র দুই মাস বয়সেই ইন্টারনেটে জনপ্রিয় হয়ে ওঠে। বহু মিমস তৈরি হয় তাকে নিয়ে।

পিগমি হিপ্পো ফাউন্ডেশনের ওয়েবসাইট অনুসারে, পশ্চিম আফ্রিকায়, বিশেষ করে প্রধানত লাইবেরিয়াতে পাওয়া যায় এই প্রজাতির জলহস্তী। বন্য অঞ্চলে আর মাত্র ২ হাজারের মতো পিগমি জলহস্তী অবশিষ্ট রয়েছে। একটি আদর্শ জলহস্তীর মাপের তুলনায় পিগমি জলহস্তী প্রায় অর্ধেক এবং ওজন প্রায় তিন চতুর্থাংশ কম।

খবর : টিআরটি