Print Date & Time : 8 September 2025 Monday 6:20 pm

টিএসএমসির লাইসেন্স বাতিল করল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট: তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)-এর অনুমোদন বাতিল করেছে ওয়াশিংটন, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি অবাধে যুক্তরাষ্ট্র থেকে চীনে উন্নত প্রযুক্তি পাঠাতে পারত।

কোম্পানিটি জানিয়েছে, এই পদক্ষেপ তাদের চীনের উৎপাদন কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে, যদিও সেখানে মূলত পুরোনো প্রজন্মের চিপ উৎপাদন হয়।

বিবিসির খবরে বলা হয়, গত সপ্তাহেই দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এসকে হাইনিক্সের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। এর ফলে চীনে তাদের কারখানায় মার্কিন পণ্য সরবরাহ আরো কঠিন হয়ে পড়েছে।

টিএসএমসি জানিয়েছে, তারা পরিস্থিতি মূল্যায়ন করছে এবং যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা করবে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা চীনে তাদের কারখানার কার্যক্রম অব্যাহত রাখায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

মার্কিন সরকার জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ চীনে টিএসএমসির উন্নত প্রযুক্তি রপ্তানির অনুমতি বাতিল করা হবে।
তবে কত দ্রুত নতুন লাইসেন্স অনুমোদিত হতে পারে, তা এখনো পরিষ্কার নয়। ফলে সরবরাহ প্রক্রিয়ায় গতি কমে যেতে পারে।

টিএসএমসি বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যারা এনভিডিয়াসহ বিভিন্ন বৈশ্বিক প্রযুক্তি সংস্থার জন্য চিপ তৈরি করে। যুক্তরাষ্ট্র চীনের প্রতি প্রযুক্তি রপ্তানিতে কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে তাদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার অংশ হিসেবে। যদিও প্রাথমিকভাবে কিছু বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিকে ছাড়পত্র দেওয়া হয়েছিল।

আগস্টের শেষের দিকে স্যামসাং এবং এসকে হাইনিক্সের জন্য ভিইইউ লাইসেন্স বাতিলের ঘোষণা দেওয়ার সময়, মার্কিন বাণিজ্য বিভাগের ব্যুরো অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) বলেছিল যে এই পদক্ষেপের লক্ষ্য ছিল ‘রপ্তানি নিয়ন্ত্রণের ফাঁক’ দূর করা যা মার্কিন কোম্পানিগুলোকে ‘প্রতিযোগিতামূলক অসুবিধার’ মধ্যে ফেলতে পারে।