ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলাকালীন ইউক্রেনীয় নেতা ভ্লাদিমির জেলেনস্কির স্ত্রীর সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। মেলানিয়ার জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক বেকম্যান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘সত্যি কথা হলো, মিসেস জেলেনস্কায়া বেশ কয়েকবার বৈঠকের আয়োজনের জন্য যোগাযোগ করেছেন, কিন্তু কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। আনুষ্ঠানিক কিছু নেই।’
বেকম্যান আরও বলেন, ‘যেহেতু আমাদের ফার্স্ট লেডি খুবই ভদ্র, তাই তিনি আজ তাকে শুভেচ্ছা জানাবেন। কিন্তু বসার, গুরুত্বপূর্ণ কথোপকথনের বা কোনো বৈঠকের আয়োজন নেই।’
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সপ্তাহটিতে নিউইয়র্কে প্রায় ১৫০ জন রাষ্ট্র ও সরকার প্রধানের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়াকে নিয়ে বৈঠকে উপস্থিত হন।

Discussion about this post