Print Date & Time : 11 September 2025 Thursday 2:32 am

জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হলো আজহারীকে

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় প্রবেশকালে বিমানবন্দরে জেরার মুখে পড়েছেন মিজানুর রহমান আজহারী। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বিশ্ববরেণ্য এই ধর্মীয় আলোচককে জিজ্ঞাসাবাদ করেছে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার পুলিশ তাকে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।

দেশটির ইমিগ্রেশন পুলিশ সূত্র বলছে, মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো সে ব্যাপারে কিছু জানা যায়নি।

পুলিশ সূত্র বলছে, মালয়েশিয়ার পুলিশ হেডকোয়ার্টারে তার নামে বিগত সরকারের আমলের একটি অভিযোগ রয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এর বেশি কিছু জানানো হয়নি।

এ বিষয়ে সত্যতা নিশ্চিতে মিজানুর রহমান আজহারীর সঙ্গে থাকা তার ব্যক্তিগত সহকারী মো. মুরাদ হোসেনের সঙ্গে ফোনে কথা বলে জানা গেছে, মিজানুর রহমান আজহারীকে বিমানবন্দরে আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার সকালে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে দেশত্যাগ করেছেন বলে জানান তিনি। যাওয়ার আগে তিনি এক বার্তায় বলেন, দেশে খুব লম্বা সময় অবস্থান না করলেও শিগগিরই ফিরব।

গত ২ অক্টোবর দেশে এসেছিলেন মাওলানা আজহারী।