ডেস্ক রিপোর্ট: জার্মানির বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিক্ষোভ চলাকালে তাদের গ্রেফতার করা হয়।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলি হামলা এবং বার্লিন রাজ্য সরকারের চারজন ফিলিস্তিনি সমর্থককে বহিষ্কারের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে একদল শিক্ষার্থী এমিল ফিশার লেকচার হলের বিশ্ববিদ্যালয় ভবনে প্রবেশ করে। তারা ভবনের জানালায় ব্যানার ঝুলিয়ে দেয়; যাতে লেখা ছিল- ‘আপনি গণহত্যায় জড়িত’, ‘একটি মাত্র রাষ্ট্র আছে, ফিলিস্তিন ৪৮’, ‘বিজয় না হওয়া পর্যন্ত ইন্তিফাদা’।
ভবনের বাইরে, প্রায় ২০ জন বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ইসরাইল বয়কট করো’, ‘কোনও সীমান্ত নেই, কোনো বহিষ্কার নেই’, ‘জার্মানি একটি ফ্যাসিবাদী রাষ্ট্র এবং ‘আন্তর্জাতিক আইনের অধীনে প্রতিরোধ একটি অধিকার’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ভবনটি খালি করার অনুরোধ করেছিল, কিন্তু তারা দরজা ব্যারিকেড করে এবং অস্থায়ী বাধা তৈরি করে।
এদিকে, বিক্ষোভ দমনে পুলিশ বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে ভবনের বাইরে কমপক্ষে পাঁচ বিক্ষোভকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে ‘প্রেস’ লেবেলযুক্ত জ্যাকেট পরা ব্যক্তিরাও ছিলেন।
পুলিশের মুখপাত্র মার্টিন হেলওয়েগ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘অফিসাররা জোর করে ভবনে প্রবেশ করেছে। ’
হেলওয়েগ আরও বলেন, প্রায় ৯০ বিক্ষোভকারীকে প্রাঙ্গণ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ‘অনুপ্রবেশ ও ‘সম্পত্তির’ ক্ষতির অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের পরিচয় যাচাইয়ের পর ছেড়ে দেওয়া হবে, যদি তাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ না থাকে।

Discussion about this post