ডেস্ক রিপোর্ট: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার সাগরে পড়ে যাওয়ার ঘটনায় ৬ আরোহীর মধ্যে তিনজন মারা গেছেন, রোববার দেশটির কোস্ট গার্ড এ খবর জানিয়েছে।
বিধ্বস্ত হেলিকপ্টার থেকে পাইলট হিরোশি হামাদা(৬৬), হেলিকপ্টারের যান্ত্রিক কর্মী কাজুতো ইয়োশিতাকে এবং ২৮ বছর বয়সী নার্স সকুরা কুনিতাকে– এই চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জাপানের সংবাদমধ্যম জাপান টুডে।
জীবিতরা লাইফসেভারে ভর করে সাগরে ভাসছিলেন। তাদের শরীরের তাপমাত্রা অস্বাভাবিক ভাবে কমে গেলেও তিনজন বেঁচে ছিলেন বলে জানায় কর্তৃপক্ষ।
বাকি তিনজন– চিকিৎসক কেই আরাকাওয়া (৩৪), রোগী মিতসুকি মোটেইশি (৮৬) এবং তার পরিচারক কাউয়োশি মোটেইশি (৬৮) এর মরদেহ পরবর্তীতে উদ্ধার করে জাপানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর একটি হেলিকপ্টার।
উদ্ধার অভিযানে কোস্ট গার্ড দুটি বিমান ও তিনটি জাহাজ মোতায়েন করে।
জাপানিদের কাছে ‘ডাক্তার হেলিকপ্টার’ নামে পরিচিত ওই হেলিকপ্টারটি নাগাসাকির সুশিমা বিমানবন্দর থেকে ফুকুওকার একটি হাসপাতালে যাচ্ছিল।
হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ এখনও তদন্তনাধীন রয়েছে বলে জানিয়েছে জাপানের কোস্ট গার্ড।

Discussion about this post