Print Date & Time : 27 July 2025 Sunday 3:28 am

জাপানে টয়োটা কারখানায় বিস্ফোরণে একজনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট: জাপানের টয়োটা গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের ওই ঘটনায় অন্তত একজন নিহত এবং আরও দু’জন আহত হয়েছে। খবর ডয়েচে ভেলের।

দেশটির পুলিশ জানিয়েছে, জাপানের ফুজিয়োকার ওই কারখানায় কর্মীরা কাজ করছিলেন। হঠাৎই বিস্ফোরণ হয়। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, দুইজন আহত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাপানের এই কারখানাটিতে টয়োটার যন্ত্রাংশ তৈরি হয়। বিস্ফোরণ হয়েছে নির্দিষ্ট একটি যন্ত্র থেকে। কিন্তু কেন এবং কীভাবে বিস্ফোরণ হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে কাজ করছে দমকল বাহিনী। তারা বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে।

টয়োটা বিবৃতি দিয়ে বিস্ফোরণের কথা স্বীকার করেছে। কিন্তু কেন বিস্ফোরণ হয়েছে, তা তারা জানাতে পারেনি। এর আগে ২০২৩ সালেও ওই কারখানায় একইরকম বিস্ফোরণ হয়েছিল। তখনও বেশ কিছু কর্মী আহত হয়েছিলেন।

২০২৩ সালে বিস্ফোরণের পর বেশ কিছুদিন ওই কারখানায় কাজ বন্ধ ছিল। কারখানাটি কর্মীদের জন্য কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠেছিল।