Print Date & Time : 23 July 2025 Wednesday 4:59 pm

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারে গুতেরেসকে সমর্থন এরদোগানের

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সংস্কারে আবারও আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগে থেকে এই সংস্কারের কথা তুলেছিলেন এরদোগান। এবার সংস্কার প্রশ্নে তিনি সমর্থন দিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে।

ডেইলি সাবাহ জানিয়েছে, এক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংস্কার নিয়ে গুতেরেসের মন্তব্যের প্রশংসা করেছেন এরগোগান। জাতিসংঘ মহাসচিব বলেছেন, আফ্রিকা মহাদেশ এবং আফ্রিকান জনগণকে একটি ন্যায্য বৈশ্বিক ব্যবস্থায় অবদান রাখার সুযোগ দিতে হবে।

সোমবার সামাজিকমাধ্যম এক্সে এক বার্তায় গুতেরেস বলেন, জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী গুটি কয়েক দেশের কাছে আটকা। আফ্রিকা মহাদেশের কোনো দেশ নেই নিরাপত্তা পরিষদের।

গুতেরেস বলেন, বিশ্ব পরিবর্তিত হয়েছে কিন্তু নিরাপত্তা পরিষদের গঠন গতিশীল হয়নি, আগে যা ছিল তাই। এটা অগ্রহণযোগ্য যে আফ্রিকা- এক বিলিয়নেরও বেশি লোকের মানুষ যেখানে বসবাস। কিন্তু নিরাপত্তা পরিষদের তাদের স্থায়ী সদস্য নেই। আফ্রিকান কণ্ঠস্বর, অন্তর্দৃষ্টি এবং অংশগ্রহণ অবশ্যই পরিষদে আলোচনা এবং কর্মের মধ্যে বহন করতে হবে।

গুতেরেসকে সমর্থন করে এরদোগান বলেছেন, আফ্রিকা অঞ্চলকে ঘিরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরও আগে থেকে সংস্কার অত্যাবশ্যক ছিল।

এরদোগান বলেন, তুরস্ক এই ধারণাটি প্রচার চালিয়ে যাবে যে পৃথিবী পাঁচটি দেশের চেয়ে বড় এবং একটি সুন্দর বিশ্ব সম্ভব।

এরদোয়ান আরও বলেন, তুর্কি হিসেবে, আমরা আমাদের সকল বন্ধুদের পাশে দাঁড়াবো। যারা আন্তরিকভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গঠনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন; যা একটি ন্যায্য আন্তর্জাতিক ব্যবস্থা এবং বর্তমান অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ।