Print Date & Time : 21 April 2025 Monday 11:53 pm

জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলি

ডেস্ক রিপোর্ট: জর্ডানের রাজধানী আম্মানে ইসরায়েলি দূতাবাসের কাছে গোলাগুলি হয়েছে। এতে এক বন্দুকধারী নিহত হয়েছে। সেইসঙ্গে তিনজন তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া ও বার্তাসংস্থা রয়টার্সের রোববারের (২৪ নভেম্বর) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা পেত্রা জানিয়েছে, আম্মানের রাবিয়াহ এলাকায় ইসরায়েলি দূতাবাসের কাছে টহল পুলিশ দলের ওপর গুলি ছুড়ে এক বন্দুকধারী। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলির শব্দ শোনার পর জর্ডানের পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। দুইজন প্রত্যক্ষদর্শী বলেছেন, দূতাবাসের কাছে পুলিশ এবং অ্যাম্বুলেন্স দ্রুত ছুটে আসে।

দেশটির একটি নিরাপত্তা সূত্র বলেছে, পুলিশ বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলেছেন। অপরাধীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

রয়টার্স বলছে, দেশটিতে ইসরায়েলবিরোধী বিক্ষোভের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে রাবিয়াহ এলাকা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে জর্ডানের বেশ কয়েকটি বড় ধরনের বিক্ষোভ–সমাবেশ হয়েছে।