Print Date & Time : 21 April 2025 Monday 1:12 pm

জর্জিয়ার নির্বাচনে ‘রুশপন্থী’ দলের জয়

ডেস্ক রিপোর্ট: জর্জিয়ার পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল ‘জর্জিয়ান ড্রিম’ জয়ী হয়েছে, যারা বর্তমানে রুশপন্থী হিসেবে পরিচিত। নির্বাচনে পশ্চিমাপন্থী বিরোধী দলগুলোর জোট এই ফলাফল প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, নির্বাচনে ‘কারচুপি’ করা হয়েছে।

দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান গিওর্গি কালান্দারিশভিলি এক সংবাদ সম্মেলনে জানান, ৯৯ শতাংশের বেশি এলাকা থেকে আনুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, ক্ষমতাসীন ‘জর্জিয়ান ড্রিম’ দল ৫৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছে। পশ্চিমাপন্থী চারটি বিরোধী দলের জোট পেয়েছে মাত্র ৩৭ দশমিক ৫৮ শতাংশ ভোট। শান্ত ও মুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এই ফলাফলে ১৫০ সদস্যের পার্লামেন্টে জর্জিয়ান ড্রিম ৯১টি আসন পাবে, যা সরকার পরিচালনার জন্য যথেষ্ট।

দলটির নির্বাহী সম্পাদক মামুকা মাদিনারাদজে সাংবাদিকদের বলেন, জর্জিয়ান ড্রিম একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

তবে বিরোধী দলগুলো বলছে, তারা নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেয়নি, তারা নির্বাচনকে ‘জালিয়াতি’ আখ্যা দিয়েছে।

বিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল মুভমেন্টের (ইউএনএম) নেতা টিনা বোকুচাভা বলেছেন, নির্বাচনের ফলাফল ‘মিথ্যা’ এবং ‘কারচুপি’ করা হয়েছে। এটি জর্জিয়ার ভবিষ্যত ‘চুরি’ করার একটি প্রচেষ্টা।

২০১২ সাল থেকে ক্ষমতায় থাকা ‘জর্জিয়ান ড্রিম’ দলটি প্রাথমিকভাবে একটি উদারপন্থী পশ্চিমাপন্থী নীতি এজেন্ডা অনুসরণ করেছিল। তবে গত দুই বছরে রুশপন্থী বাগাড়ম্বরের দিকে ঝুঁকেছে।

খবর: ফ্রান্স ২৪, আল জাজিরা