ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে গুলি করে চারজনকে হত্যার জন্য অভিযুক্ত ব্যক্তির বাবাকে আটক করা হয়েছে। একাধিক অভিযোগে তাকে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গ্রেফতার করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই) তাদের বিবৃতিতে বলেছে, ৫৪ বছর বয়সী কলিন গ্রের বিরুদ্ধে হত্যাকাণ্ডে পরোক্ষভাবে জড়িত থাকার ৪টি, হত্যাকাণ্ডের জন্য ২টি ও শিশুদের প্রতি নৃশংসতার জন্য ৮টি অভিযোগ দায়ের করা হয়েছে।
কলিনের ছেলে, প্রধান আসামি, ১৪ বছর বয়সী কোল্ট গ্রের বিরুদ্ধে হত্যাকাণ্ডের জন্য ৪টি অভিযোগ আনা হয়েছে। তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচারের মুখোমুখি করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
জর্জিয়ার আপালাচি হাই স্কুলে বুধবার চালানো এলোপাতারি গুলিতে ২ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক নিহত হন। আহত হয়েছেন ৯ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অভিযুক্ত কোল্ট ক্লাসের মাঝে স্কুল থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে অস্ত্র হাতে ফিরে এসে গুলি করা শুরু করে। প্রায় ১০ থেকে ১৫ টি গুলির আওয়াজ পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।
জিবিআই ডিরেক্টর ক্রিস হোজে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তার (কলিন) ছেলের কৃতকার্য ও তাকে (কোল্ট) অস্ত্র ব্যবহারে অনুমতি দেওয়ার কারণে অভিযোগগুলো দায়ের করা হয়েছে।
হামলায় ব্যবহৃত সেমি-অটোম্যাটিক রাইফেলটি গত ডিসেম্বরে কোল্টকে দেওয়া তার বাবার উপহার কিনা, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। বিবিসি’র মার্কিন অংশীদার সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্কুলে গুলি চালানোর দায়ে অভিযুক্ত ব্যক্তির অভিভাবককে আটকের এটি প্রথম ঘটনা নয়। এপ্রিলে গুলি করে ৪ জন শিক্ষার্থীকে হত্যার দায়ে অভিযুক্ত ও তার অভিভাবক, দু’জনকেই ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Discussion about this post